আত্মহত্যায় কেন মুক্তি খোঁজা?
পবিত্র রমজান মাসের রোজার শেষে আসছে খুশির ঈদ। সত্যি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। বছরের অন্য দিনগুলো যেমনই কাটুক না কেন, ঈদের দিনটিতে আনন্দ-উচ্ছ্বাস আমাদের একটি
রীতি হয়ে দাঁড়িয়েছে। ঈদের দিনে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুঃখ-বিষাদ ভুলে সবাই আনন্দে মেতে উঠতে চেষ্টা করে। আসলেই কি সবাই খুশি মনে, আনন্দের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারে? পারে না। আমাদের সমাজ, রাষ্ট্র, রাজনীতি কিছুই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেনি। মুখে যে যা-ই বলি না কেন, বাস্তবতা কঠোর এবং মানুষের সুখ ও আনন্দ নির্ভর করে বাস্তবতার ওপরই।