ঈদের আগে ত্বকের যত্নে যা করণীয়
সমকাল
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১৪:৩৪
ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন বাকী। কাজের চাপে, ব্যস্ততার জন্য অনেকেই হয়তো ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পাননি। কিন্তু উৎসবের এ দিনটিতে সবাই চায় নিজেকে সুন্দর আর পরিপাটি দেখাতে। এ কারণে উৎসবের আগেই ত্বকের কিছুটা যত্ন নেওয়া প্রয়োজন।
যাদের ত্বক অনেক শুষ্ক ও রক্ষ হয়ে গেছে তারা ত্বক পরিষ্কারের জন্য দুধ ব্যবহার করতে পারেন। কাচা দুধের সঙ্গে শসার রস মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর তুলা দিয়ে সারা মুখে ঘষুন। যেখানে রুক্ষতা বেশি বা কালো দাগ জমেছে সেই স্থানগুলোতে ভালভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট ম্যাসাজ করে মুখটা ধুয়ে ফেলুন। দিনে দুইবার এটি করলে ত্বক হয়ে উঠবে নরম ও মসৃণ।