কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘সারা পৃথিবীতে বাংলা গানের সেরা রকস্টার জেমস’

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১৩:২৩

বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে বাংলা গানের সেরা রকস্টার হচ্ছেন জেমস- এমনটাই মনে করছেন প্রিন্স মাহমুদ। নিজের ফেসবুক হ্যান্ডেলে বৃহস্পতিবার রাতে এমনটাই জানালেন।  


শুধু তাই নয় প্রিন্স মাহমুদ জানান, জেমস এমন একজন রকস্টার যার ১০০ জনের মধ্যে কেউ নেই। তালিকাটা শুরু হবে ১০১ থেকে।


প্রিন্স মাহমুদ বলেন, ‘রকস্টার কি জানেন তো? রকস্টার কাউকে কুর্নিশ করে না। বড় গলায় নিজের কথা বলে না। এদিক-ওদিক গিয়ে কোন চ্যানেল মালিককে, কোনো ক্ষমতাবানকে, কোনো সংবাদ পত্রকে তৈল-তোয়াজ করে না। গত ১০০ বছরে বাংলা গানে এটা পেরেছেন একমাত্র জেমস। তাঁর কাজ কথা বলে, তাঁর সময় কথা বলে। তার পরে ১০০ জনের ভেতর কেউ নাই, কেউ না। এর পরের রকস্টার এর নম্বর ১০১ থেকে শুরু করতে হবে।  


আলোচনায় আসার জন্য জেমস কখনো কোনো ধরনের কাজ করেন না। প্রিন্স বলেন, ‘আলোচনায় আসার জন্য কোন 'খোকা চ্যানেলে' কোন 'শিশু পত্রিকা'য় কী লেখা হলো এসব বাচালতা, ধৃষ্টতা আর প্রগল্ভতায় জেমস এর কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না...’


জেমসের রকস্টার সুলভ আচরণের কথা উল্লেখ করে বলেন, ‘রকস্টার যারা চলে গেছেন তাঁদের কথা আগেই বলেছি। বেঁচে থাকতে আমরা মূল্যায়ন করি না। এ মুহূর্তে যিনি বেঁচে আছেন তাঁর কথাই বলব। দু'একজন এখনো বেঁচে আছেন যাদের কাতারে দাড় করানোর দুঃসাহস করতে নেই। জেমসকে কাতারে ফেলবেন না, তিনি কাতারের মানুষ নন। যাইহোক একজন সত্যিকারের রকস্টারের শ্রেষ্ঠত্বের বিচার হবে ক্লাসিক কাজ, স্টেজ, পারসোনালিটি, গানের ধরে রাখা সম্মানী আর নিজেকে সবার থেকে পৃথক করে রাখার মধ্যে, এটা সবাই পারে না। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও