কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাঈম-মৌসুমীকে নিয়ে জহির খানের ‘কবি’

ঢাকা টাইমস প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ১৪:২৫

সেজান একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে আগের প্রফেশন কী ছিল সেটা অফিস কর্তৃপক্ষ জিজ্ঞাসা করলে সেজান জানায়, সে আগাগোড়া একজন কবি। আগেও কবি ছিল, বর্তমানেও কবি। তার কবিতা বিভিন্ন পত্রিকায় ছাপা হয় সেটাও দেখান।


কোম্পানির কর্মকর্তা নজরুল সাহেব বিরক্ত হয়ে সামনে থাকা জীবন বৃত্তান্ত ছিঁড়ে ফেলে দেন। রাগান্বিত স্বরে বলেন, তার অফিসে কোনো কবির চাকরি নেই। অফিস থেকে অপমান করে বের করে দেওয়ার সময় সেজানের মেজাজ খুব খারাপ হয়।


নজরুল সাহেবকে সেজান বলেন... ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা, ঐখানেতে বাস করে কানা বগির ছা। এই রকম একটা কবিতা দিয়ে আপনি লেখাপড়া শুরু করেছেন। সেটা আমার মতো কোনো কবিই লিখেছেন। সেটা পড়ে আপনি আজ এত বড় কোম্পানির মালিক। আমি আমরা যদি না লিখি, তাহলে আপনারা শিক্ষিত হতে পারতেন না। কবি আপনাকে যা শিখিয়েছে তা আপনার বাবা-মাও হয়তো শেখাতে পারেনি। সেজান রাগ করে বের হয়ে যায়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও