কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংঘর্ষে ছাত্ররা যুক্ত ছিল কিনা জানতে ঢাকা কলেজের তদন্ত কমিটি

ডেইলি স্টার ঢাকা কলেজ, ঢাকা প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ২১:৪৪

নিউ মার্কেট এলাকার বিভিন্ন বিপণি বিতানের কর্মী ও ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ততা আছে কিনা তা নিশ্চিত হতে একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার তিন সদস্যের এই কমিটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এটিএম মইনুল ইসলাম।


তদন্ত কমিটির প্রধান করা হয়েছে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অখিল চন্দ্র বিশ্বাস। অপর দুই সদস্য হলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিন উদ্দিন এবং ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ। এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এটিএম মইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখতে এই কাজ করবে। গত রোববার একাডেমিক কাউন্সিলের সভায় হওয়া সিদ্ধান্তের আলোকে এই কমিটি গঠন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও