শ্রীলঙ্কায় রাজাপক্ষেদের পরে কী হবে
শ্রীলঙ্কা এখন ঋণখেলাপি রাষ্ট্রগুলোর তালিকায় যুক্ত। এর তাৎক্ষণিক একটা ফল হলো দেশটির সিংহলি সমাজে রাজাপক্ষেদের মনস্তাত্ত্বিক আধিপত্য শেষ হওয়া। ইতিমধ্যে এই পরিবারের দুই ভাই বাসিল ও চমল এবং দুই নাতি নমল ও শচীন্দ্র সরকার ছেড়েছেন। অপর দুই ভাই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকেও যেতে হবে। অন্তত একজনকে অবশ্যই। জনতা চাইছে সমগ্র রাজাপক্ষে পরিবারই শাসনক্ষমতা থেকে বিদায় হোক। প্রশ্ন উঠেছে, এরপর কে? শ্রীলঙ্কা বর্তমান দুরবস্থা থেকে উদ্ধার পাবে কীভাবে?
হাতে মাত্র ২ বিলিয়ন ডলার
দেশে-বিদেশে প্রায় সবাই নিশ্চিত, শ্রীলঙ্কার অর্থনীতির তাৎক্ষণিক কোনো রোগমুক্তি নেই। যদিও দেশটি নিজেদের এখনো দেউলিয়া ঘোষণা করেনি, কিন্তু অবস্থা ও রকমই। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে মাত্র দুই বিলিয়ন ডলার। ইতিমধ্যে তারা বৈদেশিক দেনা পরিশোধ বন্ধ রেখেছে ঘোষণা দিয়ে। আমদানি পণ্য ক্রমে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। তবে সমস্যাটা ডলার–সংকট নয়। সেটা হলো সমস্যার ফল। অনেক দিন থেকে আয়ের চেয়ে ব্যয় বেশি করে যাচ্ছিল দেশটি। সম্পদ পাচার হয়েছে লাগামহীনভাবে। সরকারি সিদ্ধান্তে কোনো জবাবদিহি ছিল না। এসবেরই মিলিত ফল ভোগ শুরু হয়েছে এখন।