চালক-মালিক ও যাত্রীদের প্রতি যে অনুরোধ জানিয়েছে পুলিশ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়া নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস ও লঞ্চ মালিকদের প্রতি বেশকিছু অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
অতিরিক্ত যাত্রী হয়ে বাস কিংবা লঞ্চে না ওঠা, অদক্ষ অপেশাদার ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না বের করতে মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়া যাত্রীবাহী লঞ্চ স্টিমার স্পিডবোট ভ্রমণ না করা এবং নির্ধারিত গ্রেডের মাস্টার ড্রাইভার দিয়ে নৌযান পরিচালনার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান নিয়ে বন্দর ছাড়ার পাশাপাশি বৈধ কাগজবিহীন নৌযান পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে