![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F04%2F23%2Fashulia-thana.jpg%3Fitok%3DR1jxNll-)
আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
সাভারের আশুলিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের পাঠানো হয়েছে আদালতে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—শরীয়তপুরের আল মামুন (২৪) এবং মানিকগঞ্জের মোহাম্মদ আলী মোল্লা (২২)। মামুন দক্ষিণ গাজিরচট রশিদ মার্কেট এলাকার একটি বাড়ির কেয়ারটেকার।
তাঁর একটি মোবাইল মেরামতের দোকান ছিল। তিনি শিমুলতলা এলাকার আব্দুল মজিদের বাড়িতে ভাড়া থাকতেন। মামলার বিবরণী থেকে জানা যায়, আল মামুনের দোকানে মোবাইল ঠিক করতে এসে ভুক্তভোগী ওই নারীর পরিচয় হয়। এরপর বিভিন্নভাবে তাঁকে বিরক্ত করা শুরু করেন মামুন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধর্ষক গ্রেফতার
- ধর্ষণের অভিযোগ