হাত-পায়ে ঝিঁঝিঁ ধরাও হতে পারে কঠিন ৩ রোগের লক্ষণ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৯:০৫
হাত-পায়ে ঝিঁঝিঁ ধরার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। কখনো কয়েক সেকেন্ড আবার কখনো কয়েক মিনিট পর্যন্ত এ সমস্যা হতে পারে। বিজ্ঞানের ভাষায় একে টেম্পোরারি প্যারেসথেশিয়া বলা হয়।
ইংরেজিতে ‘পিনস অ্যান্ড নিডলস’ নামেও পরিচিত ঝিঁঝিঁ ধরার সমস্যাটি। দীর্ঘক্ষণ হাত বা পায়ের উপর চাপ পড়লে কিংবা একই ভঙ্গিমায় অনেক্ষণ শুয়ে বা বসে থাকার কারণে যে অসাড় অনুভূতি তৈরি হয় তাকেই ঝিঁঝি ধরা বলা হয়।
এই সমস্যাকে সাধারণ ভাবলেও কারও কারও ক্ষেত্রে তা কঠিন রোগের কারণ হতে পারে। ঝিঁঝি ধরার অনুভূতিটি তিন ধরনের হয়ে থাকে। যেমন- বিভক্ত করা যায়। প্রথম ধাপে, ৩-৪ মিনিটের জন্য কিছুটা অস্বস্তিকর অনুভূতি হয়। তখন মনে হয় ত্বকের ভেতর অসংখ্য পিঁপড়া যেন হেঁটে বেড়াচ্ছে। এই বিষয়কে কমপ্রেশন টিঙ্গলিং বলা হয়।