![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F720x0x1%2Fuploads%2Fmedia%2F2022%2F04%2F20%2FiStock-672506252-1200x675-8aa0b224c07821b6eb8d1888b834fc37.jpg)
ডিম সেদ্ধ করার সময় ফেটে যাচ্ছে?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১৬:২৭
সেদ্ধ ডিম অতি উপাদেয় খাবার। তবে অনেক সময় দেখা যায় সেদ্ধ করার সময় ফেটে যাচ্ছে ডিম। সেদ্ধ করার সময় ফেটে গেলে সাদা অংশ বেরিয়ে পানির সঙ্গে মিশে যায়। ফলে খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে ডিম।
কিছু টিপস জানা থাকলে ডিম সেদ্ধ করার সময় এমন বিড়ম্বনা থেকে রেহাই পাবেন।