জার্মান রাষ্ট্রদূতের অভিযোগ নাকচ বিএনপির

ঢাকা টাইমস প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১২:২৪

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জার্মান রাষ্ট্রদূত আশিম ট্র্যোস্টারকে বিএনপি ভুলভাবে উদ্ধৃত করেছে বলে অভিযোগ করেছেন খোদ রাষ্ট্রদূত। তবে তার এমন অভিযোগ নাকচ করে দিয়ে বিএনপি বলছে, গণমাধ্যমে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তিনি একমাসেরও বেশি সময় পর কেন এমন কথা বললেন, তা নিয়েও প্রশ্ন দলটির শীর্ষ নেতাদের।


বুধবার জার্মান রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী একইভাবে অভিযোগ নাকচ করে দেন।


গত ১৭ মার্চ গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।


এদিকে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত আশিম ট্র্যোস্টার জানান, তাকে বিএনপির নেতারা ভুলভাবে উদ্ধৃত করেছেন যাতে করে তিনি অসন্তুষ্ট হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও