মানিকগঞ্জে গোলাগুলিতে ‘সন্ত্রাসী’ নিহত, দুই র‍্যাব সদস্য আহত

এনটিভি সিংগাইর প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১০:০০

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাব বলছে, নিহত ব্যক্তি সন্ত্রাসীদলের সদস্য। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা জানিয়েছেন, গুলিতে ঘটনাস্থলেই সন্ত্রাসী দলের কায়সার আহম্মেদ নামের একজন নিহত হয়েছেন। নিহত কায়সার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার এলাকার বাসিন্দা।


র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, ‘গতকাল দিবাগত রাতে একটি মাইক্রোবাসে র‌্যাবের টহলদল সিংগাইর মহাসড়কের দিকে যাচ্ছিল। এ সময় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডাকাতদলের সদস্য কায়সার আহম্মেদ নিহত হন। এ ঘটনায় র‌্যাব-৩-এর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকার সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও