![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/04/18/00224418-4-2022-P14-4.jpg)
শাওমির ঈদ অফারে প্রতিদিন ল্যাপটপ জেতার সুযোগ
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৩:২৯
চলছে শাওমি বাংলাদেশের ঈদ অফার ক্যাম্পেইন। এতে গ্রাহকরা শাওমির নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ও ট্যাব কিনে প্রতিদিন শাওমির ল্যাপটপ, নিশ্চিত ক্যাশব্যাক, ইএমআই সুবিধা, ডাটা ব্যান্ডেল প্যাক এবং শাওমি ইকো প্রডাক্ট ও স্মার্টফোন জেতার সুযোগ পাবেন। ঈদ অফারের আওতায় ক্রেতারা ইএমআইয়ের মাধ্যমে নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন কিনলে পাবেন দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘এই ঈদ ক্যাম্পেইনে শাওমির ভক্তরা প্রতিদিন ল্যাপটপসহ নানা লোভনীয় উপহার জেতার সুযোগ পাচ্ছেন।
অফারের আওতায় আছে শাওমি ইলেভেন-টি প্রো, শাওমি ইলেভেন-টি, শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি, শাওমি ১১ লাইট, শাওমি প্যাড ৫, রেডমি নোট ১০ প্রো ১০৮ এমপি, রেডমি নোট ১১এস, রেডমি নোট ১১, রেডমি ১০ (২০২২), রেডমি ৯এ ছাড়াও বেশ কিছু ফোন।