বরিস জনসনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ঢাকা টাইমস রাশিয়া প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ১৭:১১

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের রাশিয়ায় প্রবেশের ‍উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


শনিবার (১৬ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।


বরিসের পাশাপাশি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং ব্রিটেনের ১০ সরকারি কর্মকর্তা ও রাজনীতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।


এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ সরকারের নজিরবিহীন বৈরী পদক্ষেপ, বিশেষ করে রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়ার পদক্ষেপের পাল্টায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


তবে ব্রিটেনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার এই তালিকা শিগগিরই সম্প্রসারণ করা হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও