এ দেশে ন্যাড়া কয়বার বেল কিনতে যায়?
বাংলা প্রবাদ আমাদের জানাচ্ছে, ন্যাড়া বেলতলায় একবারই যায়। কিন্তু বর্তমান বঙ্গে সেই প্রবাদ বেশ বিবর্তিত হয়েছে। এখন ন্যাড়ারা বারবারই বেলতলায় বেল কিনতে যায় এবং সেই সঙ্গে মাথায় বেলও ফাটে। কেন ও কীভাবে—আসুন, তা বুঝে নেওয়া যাক।
ন্যাড়া কয়বার বেলতলায় যায়, তা নিয়ে ধন্দে ছিলেন কিংবদন্তি সুকুমার রায়ও। ‘ন্যাড়া বেলতলা যায় ক’বার’ নামক রচনায় তিনি প্রশ্নও তুলেছিলেন এই বলে যে—