You have reached your daily news limit

Please log in to continue


‘মিষ্টি কিছু’ মোটেও মিষ্টি নয়: আফজাল হোসেন

হরর ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে অ্যান্থলজি সিরিজ ‘ষ’। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই সিরিজ। মিষ্টি জিনিষ যে জিন পছন্দ করে এই প্রচলিত লোককথা থেকে ‘ষ’ এর দ্বিতীয় পর্ব ‘মিষ্টি কিছু’।

যা পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) রাত ১০টা ৫৯ মিনিটে উন্মুক্ত হচ্ছে চরকিতে।

এটি পরিচালক নুহাশ হুমায়ূনের তৈরি প্রথম ওয়েব সিরিজ। এরই মধ্যে পেট কাটা ‘ষ’-এর পোস্টার, ট্রেলার ও প্রথম পর্ব ‘এই Building এ মেয়ে নিষেধ’ নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে পহেলা বৈশাখের পর্বে দেখা যাবে, সদ্য মিষ্টির দোকানে চাকরি পাওয়া নিরাশ, সংসারী ভদ্রলোকের দেখা হয় এক নিশাচার ক্রেতার সাথে। গভীর রাতের সেই ক্রেতা কথা দেয়, মজার মজার মিষ্টির বদলে তাকে একটি বর দিবেন। তাই-ই দেয়। লোকটা অবাক হয়ে একে একে ইচ্ছাপূরণ হওয়া দেখে। সে বোঝে, মনের সাধগুলো নিয়ে হুশিয়ার হতে হবে। কিন্তু তারপর কী হয়? তা জানতেই দেখতে হবে ‘মিষ্টি কিছু’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন