কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে নিহতের সংখ্যা ১২৩, উদ্ধার তৎপরতায় সামরিক বাহিনী

ঢাকা টাইমস ফিলিপাইন প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ১২:২১

গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় মেগি এবং ভূমিধ্বসে ফিলিপাইনে কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার অভিযানে দেশটির সামরিক বাহিনী সহায়তা করবে বলে বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিয়েছে।


৭ হাজার ৬০০টির বেশি দ্বীপের সমন্বয়ে গঠিত দেশ ফিলিপাইন বছরে গড়ে ২০টি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের কবলে পড়ে। এ বছর ফিলিপাইনে আঘাত হানা প্রথম ঘূর্নিঝড় হলো মেগি। ঘূর্ণিঝড় মেগি প্রতি ঘন্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত একটানা বাতাস এবং সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়া নিয়ে রবিবার আঘাত হেনেছিল।


শহর সরকারের এক প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণি ঝড়ে ২৩৬ জন আহত হয়েছে। এর মধ্যে ৮৬ জনই লেইতে প্রদেশের ভূমিধ্বস প্রবণ পাহাড়ি এলাকা বেবের। বেবেতে ফিলিপাইন সেনাবাহিনীর দায়িত্বরত ইউনিট ফেসবুকে জানিয়েছে, তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, ছয়জন এখনও নিখোঁজ রয়েছে, বিভিন্ন প্রদেশের তিনজন ডুবে গেছে।


সরকারি তথ্যমতে ঘূর্ণিঝড়ে দেশটির ১ লক্ষ ৬২ হাজার বাসিন্দা বাস্তুচ্যূত হয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আরো ৪১ হাজার আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও