বৈশাখী আয়োজনে নারী অংশগ্রহণ বাড়াতে কলকাতা পঞ্চায়েতের ব্যতিক্রমী উদ্যোগ
আজ পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিনটিতে খাদ্যরসিক বাঙালির চিহ্বার স্বাদ ঠিক মতো আস্বাদন করাতে উদ্যোগী হয়েছে ভারতের কলকাতার পঞ্চায়েত দপ্তর। হোয়াটসঅ্যাপে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে ইলিশ থেকে বিরিয়ানি। ১৪ ও ১৫ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ ও তার পরের দিন কলকাতা শহর ও সংলগ্ন কয়েকটি পুর এলাকাবাসীর জন্য ভূরিভোজের আয়োজন করা হয়েছে।
পঞ্চায়েত দপ্তরের অন্তর্গত সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদ (সিএডিসি) এই সুবিধা নিয়ে হাজির হয়েছে কলকাতাবাসী বাঙালির দুয়ারে। এই দু’দিন দুপুরে ও রাতের রান্না থেকে নারীদের মুক্তি দিতে স্বল্প খরচে আহারের সুযোগ থাকছে। বাঙালির নববর্ষ পালনে নারীরা যেন রান্নাঘরে থেকে দূরে আনন্দ উল্লাসে থাকতে পারেন, সেই কথা মাথায় রেখেই এই আয়োজন বলে জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরের একজন কর্মকর্তা।