কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোজা আর গরমেও রঙিন বৈশাখ

প্রথম আলো প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ১০:৪৩

চার–চারটি ঈদ আর দুটি বৈশাখ চলে গেছে মহামারির পেটে। মানুষ সেভাবে ঘর থেকে বের হতে পারেনি, ফলে উৎসব কেটেছে অনেকটাই রংহীন। ফ্যাশন ব্যবসায়ীদের বাজারও গেছে মন্দা। এবার মহামারি শিথিল হয়ে আসায় অনেকেই ঘর থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে উদ্‌যাপন করবেন পয়লা বৈশাখ।


দেশের পোশাকের বাজারে উৎসবের বড় দুই উপলক্ষ বৈশাখ আর রোজার ঈদ। এবার সেই দুই উপলক্ষ এসেছে পিছু পিছু, ১৫ দিনের ব্যবধানে। তাই ফ্যাশন ব্যবসায়ীরাও সেভাবে প্রস্তুতি নিয়েছেন। ঘর থেকে বের হলেই বোঝা যায়, ফ্যাশন ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাবে এবারের ঈদ। কেননা পুরোনো মেজাজে ফিরছে সব উৎসব। আর দুই বছরের জমে থাকা কেনাকাটা মিলিয়ে এবার মানুষ পোশাক কিনছে দেদার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও