ভারত কি তার সেনাবাহিনী ছোট করার কথা ভাবছে?
২৩ বছরের এক ভারতীয় যুবক প্রতিবাদের জন্য বেঁছে নেন এক অভিনব পন্থা। তার বাড়ি দেশটির উত্তরাঞ্চলীয় মরুরাজ্য রাজস্থানে, সেখান থেকে ৫০ ঘণ্টা দৌড়ে রাজধানী নয়াদিল্লি আসার দাবি করছেন তিনি। এই দৌড়ের উদ্দেশ্য, সরকারের প্রতি সেনাবাহিনীতে সদস্য ভর্তির প্রক্রিয়া পুনরায় শুরু করার দাবি জানিয়ে, দিল্লিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে যোগদান।
সুরেশ ভিচার নামের এ যুবকের দাবি সত্য হলে, তিনি দৌড়ে পাড়ি দিয়েছেন মোট ৩৫০ কিলোমিটার। পুরো যাত্রাপথে তিনি হাতে ধরেছিলেন জাতীয় পতাকা। সেনাবাহিনীতে যোগদানে নিজের আবেগপ্রবণ মনোভাব ব্যক্ত করেন তিনি বিবিসির কাছে। তার মতে, সেনাবাহিনীতে ভর্তি প্রায় দুই বছর ধরে স্থবির রয়েছে ভারতের, তাই ইচ্ছে থাকলেও সুযোগ মেলেনি। তার মতো অনেক উৎসাহী যুবকের এই দেরির ফলে চাকরিতে নিয়োগ পাওয়ার বয়সও পেরিয়ে যাচ্ছে। (উল্লেখ্য, যোগদানের সর্বোচ্চ বয়স ২১)
১৪ লাখ সদস্যের ভারতীয় সেনাবাহিনী দেশটির অন্যতম শীর্ষ চাকরিদাতা। কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বেও তারা প্রথম সাড়িতে। অনেক ভারতীয় তরুণের স্বপ্ন সেনাবাহিনীর চাকরি। একে তারা সুনিশ্চিত কর্মসংস্থানও ভাবেন।