সাকিবদের প্রতিবাদের পর ক্রিকেটে ফিরছে 'নিরপেক্ষ আম্পায়ার'
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে আম্পায়ারিং নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। সাকিব আল হাসান প্রকাশ্যে টুইট করে প্রতিবাদ করেছিলেন। দাবি করেছিলেন নিরপেক্ষ আম্পায়ারের। এরপর খালেদ মাহমুদ সুজন, অধিনায়ক মুমিনুল হকও নিরপেক্ষ আম্পায়ারের দাবি তোলেন।
এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত ম্যাচগুলোতে অন্তত একজন নিরপেক্ষ আম্পায়ার রাখার নির্দেশ দিয়েছে আইসিসিসি। গতকাল রবিবারের সভায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। '
বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব পারিবারিক কারণে টেস্ট সিরিজ খেলতে পারেননি। ডারবান টেস্টে বাজে আম্পায়ারিং দেখে বিরক্ত হয়ে তিনি যুক্তরাষ্ট্র থেকে এক টুইটে লিখেছিলেন, 'আমার মনে হয় আইসিসির সময় এসেছে নিরপেক্ষ আম্পায়ার নিয়ে ভাবার, কেননা বেশির ভাগ দেশেই কভিড পরিস্থিতি এখন স্বাভাবিক। ' উল্লেখ্য, করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় নিষেধাজ্ঞা নেমে এসেছিল। যে কারণে নিজস্ব আম্পায়ার দিয়েই ম্যাচ পরিচালনার নির্দেশনা দিয়েছিল আইসিসি।