চুরির অপবাদ দিয়ে শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন
চুয়াডাঙ্গায় চুরির অপবাদ দিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক দোকান মালিকের বিরুদ্ধে। সদর উপজেলার দোস্ত গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ১০ বছর বয়সী শিশু আব্দুর রহমান দোস্ত গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। সে দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
রবিবার দুপুরে এ ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়।
প্রায় আধা ঘণ্টা বেঁধে রেখে নির্যাতনের এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অভিযুক্ত দোকান মালিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, টাকা চুরি করার সময় হাতেনাতে ধরে ওই শিশুকে বেঁধে রাখা হয়।
নির্যাতিত শিশু আব্দুর রহমান বলে, ‘দুপুরে টিফিনের সময় আমি ওই দোকানে খাবার কিনতে যাই। একপর্যায়ে আমাকে টাকা চুরির অপবাদ দিয়ে দোকানের সামনে বাঁশের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। আমাকে মারধরও করে তারা। পরে আমার স্কুলের প্রধান শিক্ষক এসে আমাকে মুক্ত করে নিয়ে যান।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশু নির্যাতন
- চুরির অপবাদ