কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দরিদ্র মাতৃত্বকালীন মাসিক ভাতা এক হাজার টাকা করার সুপারিশ

কালের কণ্ঠ জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ১৭:১১

গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন মাসিক ভাতা এক হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে মাতৃত্বকালীন সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন বলা হয়েছে।  


আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ। বৈঠকে কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান ও সাহাদারা মান্নান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমিটি সূত্র জানায়, বৈঠকে দারিদ্র বিমোচনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মসূচী নিয়ে আলোচনাকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মজীবি মহিলা হোস্টেলের জন্য এলাকাভিত্তিক নীতিমালা প্রণয়নের ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়। এছাড়া সকল সংসদ সদস্যের অনুকূলে ৫টি করে সেলাই মেশিন বরাদ্দের পাশাপাশি ৫টি করে কম্পিউটার বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও