মুজিবনগর সরকার : কাছ থেকে দেখা

যুগান্তর মোনায়েম সরকার প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ১০:১৩

আজ ১০ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে এ সরকার শপথ গ্রহণ করে। বর্তমানে এ জায়গার নামকরণ করা হয়েছে ‘মুজিবনগর’ নামে।


মুজিবনগর সরকার গঠনের প্রক্রিয়া সম্পর্কে যারা অবগত আছেন-তাদের কাছে এ লেখার গুরুত্ব অতটা না থাকলেও নতুন প্রজন্মের মানুষের কাছে সেদিনের ইতিহাস নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার কিভাবে, কোন প্রেক্ষাপটে গঠিত হয়েছিল; প্রত্যেক বাঙালিরই তা জানা উচিত।


সময়ের হিসাবে মুজিবনগর সরকারের বয়স ৫১ বছর হলেও আজও আমার কাছে মনে হয় সেদিনের ঘটনা। ৫১ বছরের স্মৃতি কিছুটা ধূসর হলেও সেই স্মৃতি কোনো দিনই মলিন হওয়ার নয়। অত্যন্ত বিপদসংকুল পরিস্থিতির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ব পরিকল্পনা অনুসারে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচররা এ সরকার গঠনে অগ্রণী ভূমিকা রাখেন। বাঙালি জাতির ইতিহাসে ১০ এপ্রিল চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও