সঙ্কট নিরসনে শ্রীলংকাকে ১ বিলিয়ন ডলার ঋণ পুনর্গঠন করতে হবে: বিদায়ী অর্থমন্ত্রী
শ্রীলংকার অর্থনৈতিক সঙ্কট নিরসন করতে হলে অবশ্যই জুলাই মাসের মধ্যে ১ বিলিয়ন ডলার ঋণ পুনর্গঠনের দিকে নজর দিতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে এই পন্থা অবলম্বনের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার পদ ত্যাগের পূর্বে দেশটির বিদায়ী অর্থমন্ত্রী আলি সাবরি পার্লামেন্টে এ কথা বলেন।
চলমান বিক্ষোভ দমনের আশায় রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পরে দেশটির বিরোধী এবং ক্ষমতাসীন জোটের কিছু নেতাকর্মীরা সরকারের আহ্বান প্রত্যাখ্যান করে।
ঋণ পরিশোধ করতে গিয়ে শ্রীলংকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত সঙ্কুচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন সরকারের বিকল্প নেই।
আলি সাবরি বলেন, জুলাই মাসে কীভাবে ১ বিলিয়ন ডলার ঋণ শোধ করা যায় আমাদের সেদিকে বেশি মনোযোগ দিতে হবে। এর জন্য আমাদের অবশ্যই আইএমএফের কাছে যেতে হবে। এছাড়া আর কোনো বিকল্প সমাধান নেই।