‘আমাদের গ্রহ, আমাদের স্বাস্থ্য’
কালের কণ্ঠ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর
অধ্যাপক ডা. কামরুল হাসান খান
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ১৩:২৫
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২২-এর বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে—‘‘Our planet, our health’, যা বাংলায় ‘আমাদের গ্রহ, আমাদের স্বাস্থ্য’। যখন জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক মহামারিতে গোটা পৃথিবী বিপর্যস্ত তখন এই প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী ও জরুরি।
জাতিসংঘ প্রতিষ্ঠার এক বছর পর ১৯৪৬ সালে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার রূপরেখা তৈরির জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন এই কমিশনের মতামতের আলোকে ১৯৪৮ সালের ৭ এপ্রিল গঠন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।