দুদকের কার্যক্রমে ধীরগতি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন নম্বর ও চিঠির মাধ্যমে আসা ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির অভিযোগ ক্রমেই কমছে। অন্যদিকে, করোনার অজুহাতে অভিযানও কমিয়েছে সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিট। মামলা ও দুর্নীতিবাজদের সম্পদ জব্দে গতি থাকলেও নবগঠিত গোয়েন্দা ইউনিট চলছে ধীরগতিতে।
সংশ্লিষ্টরা বলছেন, করোনা ও লোকবলের অভাবে দুদকের প্রতিরোধমূলক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। সম্প্রতি দুদক প্রকাশিত বার্ষিক প্রতিবেদন দেখা যায়, গত তিন বছরের মধ্যে ২০২১ সালে সবচেয়ে কম অভিযোগ জমা পড়েছে দুদকে। প্রাপ্ত অভিযোগের মধ্যে মাত্র সাড়ে তিন শতাংশ অনুসন্ধানের জন্য গ্রহণ করেছে দুদক। ওই বছর ১৪ হাজার ৭৮৯টি অভিযোগের মধ্যে মাত্র ৫৩৩টি অনুসন্ধানের জন্য গ্রহণ করে সংস্থাটি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে