ত্বকের যত্নে উপটান বানিয়ে ফেলুন নিজেই

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১৬:২৩

মুলতানি মাটি দিয়ে ঘরোয়া ও কেমিক্যালমুক্ত উপায়ে উপটান বানিয়ে ফেলুন নিজেই। ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে উপটান। পাশাপাশি ত্বক করে উজ্জ্বল ও মসৃণ।


যেভাবে বানাবেন উপটান
১/৩ কাপ মুলতানি মাটি, ১/৪ কাপ কমলার খোসা গুঁড়া ও ৩ টেবিল চামচ গোলাপের পাপড়ির গুঁড়া একসঙ্গে মিশিয়ে একটি মুখবন্ধ বয়ামে রেখে দিন। প্রয়োজন মতো ব্যবহার করুন ত্বকে। আপনার ত্বক তৈলাক্ত হলে গোলাপজলের সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে ব্রণ থাকলে অ্যালোভেরা জেল মেশান। যদি ত্বক শুষ্ক হয়, তবে মেশান দুধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও