ইফতারে বেগুনী, আলুর চপ, পিঁয়াজু, মুড়ি, ছোলা ইত্যাদি না হলে যেন চলেই না। সেই সঙ্গে আরো একটি আইটেম রয়েছে যা না হলে ইফতার খেতে ভালোই লাগে না। আর সেই আইটেমটি হচ্ছে বুন্দিয়া।
সুস্বাদু এই মিষ্টি খাবারটি সাধারণত বাইরে থেকে কিনে আনা হয়। তবে সেসব খোলা খাবার খেলে অসুখ-বিসুখের ভয় তো থেকেই যায়। তাই ইফতারের জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন বুন্দিয়া। কীভাবে? চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-