‘অবাধ্য’ ইমরানকে শায়েস্তা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র: দাবি রাশিয়ার
ইউক্রেনে সামরিক অভিযানের ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে যেকোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে ছিল পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের পক্ষ থেকে বারবার নিন্দা জানানোর আহ্বান করা হলেও তাতে কর্ণপাত করেননি প্রধানমন্ত্রী ইমরান খান। উল্টো, রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ইমরানের ‘অবাধ্য’ আচরণকে শায়েস্তা করতেই মূলত অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র বলে দাবি করেছে রাশিয়া। এ ছাড়া, একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের চেষ্টায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া।
মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে অনাস্থা প্রস্তাব ইস্যুতে নিজ দেশের প্রতিক্রিয়া জানায়।
মারিয়া জাখারোভা বলেন,‘চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৩-২৪ তারিখ রাষ্ট্রীয় সফরের ঘোষণা দেয় ইমরান। তারপরই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা এ সফর বাতিল করার জন্য ইমরানের ওপর চাপ প্রয়োগ করেন। মস্কো সফরের সময়ও মার্কিন জ্যেষ্ঠ কূটনীতিক ডেভিড লু ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেন ও সফর স্থগিতের দাবি করেন। কিন্তু তাতে কর্ণপাত করেননি ইমরান।