রূপচর্চায় কমলার ৭ ব্যবহার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১৫:২২

ভিটামিন সি এর চমৎকার উৎস কমলা। এটি যেমন খাদ্য তালিকায় রাখা চাই নিয়মিত, তেমনি রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। কমলা ও কমলার খোসা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আবার ঝলমলে ও সুন্দর চুলের জন্যও ব্যবহার করা যায় ফলটি। জেনে নিন রূপচর্চায় কমলার ৭ ব্যবহার সম্পর্কে। 


স্ক্রাব হিসেবে


কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। এই গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। অল্প দুধের সর মিশিয়ে মুখ ও হাত-পায়ের ত্বকে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।


ফেস প্যাক হিসেবে


সমপরিমাণ কমলার খোসার গুঁড়া ও টক দই মিশিয়ে নিন একসঙ্গে। অল্প কমলার রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।


টোনার হিসেবে


কমলার রস বরফের ট্রেতে জমিয়ে নিন। এই বরফ ত্বকে ঘষে নিলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর। পাশাপাশি দীর্ঘদিন টানটান থাকবে ত্বক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও