কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানি কোনো নারীর প্রথম গ্র্যামি জয়

ঢাকা টাইমস লস অ্যাঞ্জেলস প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১১:৩০

রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল গ্র্যামি পুরস্কারের ৬৪তম আসর। সেখানে প্রথম কোনো পাকিস্তানি নারী হিসেবে সংগীতের সম্মানজনক এই পুরস্কার জিতেছেন আরুজ আফতাব। ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরমেন্স’ ক্যাটাগরিতে গ্র্যামি জিতলেন তিনি।


পাকিস্তানের এই সুরকার বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কের বাসিন্দা। তার জয়ে গর্ববোধ করছে এশীয় দেশগুলো।


নিজের অনুভূতি জানাতে গিয়ে আরুজ বলেন, ‘আমার মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আমার তো এখনও মনে হচ্ছে এই ক্যাটাগরিটাই একটু কাণ্ডজ্ঞানহীন। আমার তো মনে হয় এটাকে ‘ইয়াচ পার্টি ক্যাটাগরি’ বলা উচিত। যাই হোক, সবাইকে ধন্যবাদ, যারা আমাকে এই রেকর্ডিংটা করতে সাহায্য করেছেন। যারা শুনেছেন তাদেরও ধন্যবাদ।’


আরুজের মা-বাবা পাকিস্তানি। তার জন্ম হয় সৌদি আরবে। এরপর বোস্টনের খ্যাতনামা বার্কলি স্কুলবঅফ মিউজিকে মিউজিক্যাল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন। তারপর ২০১৪ সালে আসে প্রথম মিউজিক অ্যালবাম ‘বার্ড আন্ডার ওয়াটার’। আপাতত তিনি নিউ ইয়র্কে থাকেন। সেখানে একাধিক লাইভ পারফরমেন্স করে মঞ্চ কাঁপিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও