গরমে ত্বক শীতল রাখুন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ২১:৪২
গরমে ত্বক শীতল রাখতে বাইরে থেকে এসে ত্বকে ঠান্ডা পানির ঝাপটা দিন।
ত্বক লালচে হয়ে গেলে বাইরে থেকে এসে একটি সুতি কাপড়ে বরফের টুকরো নিয়ে আলতো করে ঘষে নিন।
ফ্রিজ থেকে শসা বের করে থেঁতো করে নিন। ভালোভাবে রস বের করে তুলার বলের সাহায্যে এই রস পুরো মুখে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি গরমে ত্বকের অস্বস্তি বা জ্বালা কমাবে।
এক কাপ পানিতে দুইটি গ্রিন টি ব্যাগ ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে কয়েক ফোঁটা টি ট্রি তেল মিশিয়ে নিন। স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। এই ফেসিয়াল ত্বক শীতল রাখতে সহায়তা করবে।