
সফল হতে চাইলে মেনে চলুন এলন মাস্কের ৬ পরামর্শ
বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক। তিনি টেসলা ও স্পেসএক্স এর মালিক। তিনি সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করার জন্য সুপরিচিত, যা আরও অনেককে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। তার এই সফলতা কিন্তু একদিনে আসেনি। নানা চড়াই-উৎরাই পেরিয়ে তিনি আজকের এলন মাস্ক। বিভিন্ন সমাবেশ ও সম্মেলনে তার এই সফলতার পেছনের টিপসগুলো তিনি জানিয়েছেন। জেনে নিন এলন মাস্কের সফলতার ৬ পরামর্শ-
বই পড়ুন
বই পড়লে তা শুধু আমাদের ভাষাকেেই উন্নত করে না, সেইসঙ্গে অনেককিছু সম্পর্কে জ্ঞান এবং তথ্য দেয় যা অন্য কেউ আপনাকে শেখাতে পারবে না। এলন মাস্ক একবার একটি প্রেস কনফারেন্সে শেয়ার করেছিলেন যে তিনি ছোটবেলায় বিশ্বকোষ পড়তেন। নতুন প্রজন্মের জন্য, এলন পরামর্শ দিয়েছিলেন যে তাদের প্রচুর সাহিত্য পড়া উচিত। যতটা সম্ভব তথ্য শোষণ করার চেষ্টা করতে হবে, সেইসঙ্গে সাধারণ জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে হবে।
নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ
আপনি শুধু বাড়িতে বসে কাজ করতে পারবেন না। পেশাগতভাবে নিজেকে সাহায্য করার পাশাপাশি একজন ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার ক্ষেত্রে নেটওয়ার্কিং একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবনের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলুন। সেইসঙ্গে বিভিন্ন সেক্টর, পেশা এবং দক্ষতা থেকে আপনি যা পারেন তা শিখুন। এমনটাই পরামর্শ এলন মাস্কের।