
দাম্পত্যজীবনে সংকট ও সমাধান
দেশ রূপান্তর
প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৭:৩৪
দাম্পত্য মানবজীবনের অবিচ্ছেদ্য অধ্যায়। এটি যেমন ভালোবাসা ও করুণার বন্ধনে গড়া, তেমনি এতে ধৈর্য, আত্মত্যাগের মাধ্যমে পরীক্ষিত হতে হয়। একজন মানুষের প্রকৃত চরিত্র কখনো কখনো সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে তার দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনের সমস্যা, সংকট ও সমাধান সম্পর্কে বিবরণী উল্লেখ করা হলো।
সমস্যার উৎস : স্বামী-স্ত্রীর মধ্যে সংঘাতের সূচনা হয় সাধারণত পারস্পরিক বোঝাপড়ার অভাব থেকে। সম্পর্কের শুরুতে যে কোমলতা ও মধুরতা থাকে, সময়ের প্রবাহে তা ধীরে ধীরে কমে যায়। একে অপরের চাওয়া-পাওয়ায় অমিল, স্বার্থপরতা, কর্র্তৃত্বপ্রবণতা অথবা অহংকার, সব মিলিয়ে জন্ম নেয় মানসিক দূরত্ব।