প্রান্তিক মানুষের বেঁচে থাকার দায়

ঢাকা পোষ্ট প্রভাষ আমিন প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ২১:৪৪

গত একযুগে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি হয়েছে। অর্থনীতির সব সূচকে বিস্ময়কর ইতিবাচক দিক। একাত্তরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর অনেকে বাংলাদেশের টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশের অভ্যুদয়কে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে মনে করে বলেছিলেন, বাংলাদেশ হবে একটি তলাবিহীন ঝুড়ি। কিন্তু সেই ঝুড়িতে আজ উপচেপড়া ফসল।


সত্যি সত্যি বিশ্ব এখন অবাক তাকিয়ে রয়। পাকিস্তানকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। কোনো কোনো সূচকে বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশ এখন নিম্নমধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। মাথাপিছু আয় প্রায় ২ হাজার ৬০০ ডলার। নিজ অর্থে বানানো পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এবছরই মেট্রোরেলে ট্রেন চলবে, গাড়ি চলবে কর্ণফুলী টানেলে। উন্নয়নের মহাযজ্ঞ চলছে দেশে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও