You have reached your daily news limit

Please log in to continue


শেরে বাংলা স্টেডিয়ামে মুজিব শতবর্ষের বিশেষ কনসার্ট ঘিরে ট্রাফিক নির্দেশনা

`ক্রিকেট সেলিব্রেটস মুজিব-১০০’ কনসার্ট ঘিরে রাজধানীতে তিনটি ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি কাল মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে হতে যাওয়া এই বিশেষ কনসার্ট উপভোগ করতে স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মঙ্গলবার বেলা তিনটা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ওই স্টেডিয়ামের আশপাশ এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক বিভাগ।

আজ সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এদিকে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব-১০০’ অনুষ্ঠানে গান গাইতে আজ ঢাকায় পৌঁছেছেন অস্কারজয়ী ভারতের সংগীতশিল্পী এ আর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন