রাশিয়ায় পশ্চিমাদের ‘আসল’ ভুল আর বর্তমান বাংলাদেশ
ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর অধ্যাপক মার্শেইমারের ৬ বছরের পুরোনো একটা লেকচার আমাদের অনেকেই সংকটটিতে রাশিয়ার পক্ষে নিজেদের অবস্থানের সমর্থনে ‘যৌক্তিক ভিত্তি’ দিয়েছে।
‘ইউক্রেন পরিস্থিতি যে কারণে পশ্চিমাদের দোষে ঘটছে’ (হোয়াই ইজ ইউক্রেন দ্য ওয়েস্টস ফল্ট) শিরোনামের এই লেকচারের মূল বিষয় হচ্ছে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার চেষ্টাটাই যাবতীয় সংকটের মূল। সম্প্রতি যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্ট পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধেও তিনি ঠিক এই কথাগুলোই লিখছেন, যা প্রথম আলো প্রকাশ করেছে। মার্শেইমারের এই অবস্থানকে দৃঢ়ভাবে বিরোধিতা করাই আমার এই লেখার উদ্দেশ্য।