এই গরমে ব্যাগে রাখুন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৭:২২
রোদের তাপ বেড়েছে। তাপ ঠেকাতে ও গরমে ঘেমে যেন ক্লান্ত না হয়ে পড়েন তাই ব্যাগে রাখুন কিছু প্রয়োজনীয় জিনিস।
ছাতা
ড্রয়ার থেকে ছাতাটা বের করে মুছে ব্যাগে পুরে নিন। বাসের জন্য কাউন্টারে দাঁড়িয়ে থাকার সময় ত্বক আর তামাটে হবে না। রোদের তাপ থেকে কিছুটা হলেও বাঁচবেন।
পানির বোতল
যেহেতু গরম পড়েছে, ফলে ঘাম হবেই। ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। তাই সঙ্গে রাখতে হবে পানির বোতল। তা ছাড়া ব্যাগে রাখা যেতে পারে ফলের রসও। তবে বাইরে থাকাকালীন বারবার খুব বেশি ঠান্ডা পানি খাবেন না। শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।