ঘরেই যেভাবে সানস্ক্রিন তৈরি করবেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১২:৩৯
সূর্যের আলো থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহারের বিকল্প নেই। না হলে ত্বকে কালো দাদ-ছোপ পড়ে কিংবা মুখের চামড়াও পুড়ে যেতে পারে। ফলে কম বয়সেই মুখে বলিরেখা দেখা দেয়।
এ কারণে সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। বিশেষজ্ঞরাও সবাইকে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন। তবে বাজারচলতি সানস্ক্রিনগুলো ত্বকের জন্য ভালো নাও হতে পারে। তাই ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারেন সানস্ক্রিন। জেনে নিন উপায়-
উপকরণ
১. নারকেল তেল ৪ কাপ
২. শিয়া বাটার ৩ কাপ
৩. তিল তেল বা জোজোবা অয়েল ১ কাপ
৪. প্রাকৃতিক মোম ২ টেবিল চামচ
৫. লাল র্যাস্পবেরি সিড অয়েল ১ চা চামচ
৬. ক্যারট সিড অয়েল ১ চা চামচ ও
৭. গোলাপ জল পরিমাণমতো।
- ট্যাগ:
- লাইফ
- সানস্ক্রিন
- ঘরে তৈরির উপায়