কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চরকিতে মুক্তিযুদ্ধভিত্তিক কনটেন্টের পসরা

মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের কথা এলে ‘জীবন থেকে নেয়া’র প্রসঙ্গ চলে আসে। পাকিস্তান সেন্সর বোর্ড তাই জহির রায়হানের এই সিনেমাকে আটকে দিয়েছিল। কিন্তু জহির হার মানেননি। সেন্সর বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে শুরু হয় তর্কবিতর্ক। সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সালেহ সোবহান বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইটস, ক্যামেরা...অবজেকশন’। চরকি অরিজিনাল এ ছবি থাকতে পারে স্বাধীনতা দিবসের কনটেন্ট দেখার তালিকায় শীর্ষে।

বাংলাদেশ উদ্‌যাপন করছে বিজয়ের ৫০ বছর। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটিকে কেন্দ্র করে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাবে মুক্তিযুদ্ধভিত্তিক নানা কনটেন্ট। এর মধ্যে আছে বিভিন্ন অনুষ্ঠান, নাটক, সিরিজ, অ্যান্থলজি সিরিজ, সিনেমা ইত্যাদি। সেই সূত্র ধরে এবং স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধভিত্তিক একগুচ্ছ কনটেন্ট দেখার সুযোগ করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। কোনোটি দর্শনীর বিনিময়ে আবার কোনোটি দেখা যাবে বিনা মূল্যে।

স্বাধীনতা দিবস উপলক্ষে চরকিতে দেখা যাচ্ছে অ্যান্থলজি সিরিজ ‘জাগো বাহে। লাইটস, ক্যামেরা...অবজেকশন ’এ সিরিজেরই একটি ছবি। বাকি দুটো হলো সিদ্দিক আহমেদের শব্দের খোয়াব ও সুকর্ণ ধীমানের ‘বাংকার বয়’। এ ছবিগুলো তৈরি হয়েছে ভাষা আন্দোলন, সত্তর ও একাত্তরের প্রেক্ষাপটে। গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জাগো বাহে’ সিরিজ নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে অ্যানিমেশন ছবি ‘মুজিব আমার পিতা’। বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনা উঠে এসেছে এ ছবিতে। সোহেল মোহাম্মদ পরিচালিত ছবিটি আলাদা স্বাদ জাগাবে বলা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন