মানুষকে ‘ভিক্ষুকের’ জায়গায় নিয়ে গেছে সরকার: সাকি
একটু কম দামের পণ্যের জন্য টিবিসির ট্রাকের পেছনে ছুটিয়ে সরকার দেশের মানুষকে ‘ভিক্ষুকের’ জায়গায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, “সরকার টিসিবির ট্রাকের পেছনে যেভাবে নাগরিকদের ছুটিয়েছে, তাদেরকে প্রায় ভিক্ষুকের জায়গায় নিয়ে গেছে। এই সরকার জনগণের প্রতি অপমানজনক পরিস্থিতি তৈরি করেছে, এর সমীচীন জবাব দিতে হবে।”