অভিন্ন পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি বাস্তবায়নে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ৮টি দলের নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড়ে জড়ো হচ্ছেন।
ঢাকার আলাদা আলাদা এলাকা থেকে মিছিল নিয়ে আসছে দলগুলো। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষে এখান থেকেই মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাওয়ার কথা রয়েছে তাদের।
ইতোমধ্যে সবগুলো দলের নেতাকর্মীরা পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন।
রাজধানীর ব্যস্ততম এই সড়কে হাজারো মানুষের অবস্থানে পল্টন ও এর আশেপাশের এলাকায় এরই মধ্যে যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গত সোমবার পল্টনে বাংলাদেশ খেলাফত মসজিদের কেন্দ্রীয় কার্যালয়ে দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকের পর সংবাদ সম্মেলন করে আন্দোলনের পঞ্চম দফার এ কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।