এবার ডাকসু নির্বাচনে খরচ হয়েছে ১ কোটি ৭ লাখ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে এবার এক কোটি সাত লাখ ২৯ হাজার টাকা ব্যয় হয়েছে, যা আগের নির্বাচনের সাড়ে তিনগুণ বেশি।
এর আগে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় ৩১ লাখ ৯১ হাজার টাকা।
গত ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন হয়। ডাকসুর অধিকাংশ পদে ইসলামী ছাত্রশিবির প্যানেলের প্রার্থীরা জয়ী হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা যায়, এবারের নির্বাচনে মোট ৪১টি খাতে এক কোটি সাত লাখ ২৯ হাজার টাকা ব্যয় হয়েছে।
এর মধ্যে ব্যালট পেপার মুদ্রণ ও স্ক্যানিং করে ফলাফল তৈরি খাতে সবচেয়ে বেশি ২৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে।
এছাড়া রিটার্নিং কর্মকর্তাদের সভা খরচ বাবদ ৬ লাখ ৭২ হাজার, নির্বাচন প্রক্রিয়া শুরু থেকে শেষ অবধি চিফ রিটার্নিংসহ অন্যান্য খাতে ৬ লাখ ১৪ হাজার টাকা খরচ হয়েছে।
১৮টি হলের ৩৬ রিটার্নিং কর্মকর্তা ও ভোট গ্রহণের দিন ২৬৬ কর্মকর্তার জন্য ব্যয় হয়েছে ১১ লাখ ৫৪ হাজার টাকা।