আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম কেনা যাবে সর্বনিম্ন ১০ হাজার টাকায়। দেশের যেকোনো ব্যক্তি এই মনোনয়ন ফরম নিতে পারবেন, তবে তাঁর আগে এনসিপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির মনোনয়ন ফরম উন্মুক্ত করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা মনোনয়ন ফরমের মূল্য রেখেছি সর্বনিম্ন ১০ হাজার টাকা, তবে কেউ যদি বাড়িয়ে দিতে চান, তিনি বাড়িয়েও দিতে পারবেন।’