![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2022/Mar/1648117546_new-project-2022-03-24t155349-918.jpg)
House Painting Cost: বাড়ি রং করাতে চান? কোন রঙে কেমন খরচ
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৬:৩৫
নিজের সাধের গৃহকোণ মনের মতো করে সাজাতে কে না চান। কিন্তু অনেকেই ভুলে যান, গৃহসজ্জার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় দেওয়ালের রং। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বাড়ি তৈরির সময়ে বা নতুন ফ্ল্যাটে ঢোকার সময়ে এক বার বাড়ি রং করার পর, দীর্ঘদিন বাড়ি রং করান না অনেকে।
আর বাড়ি রং না করানোর একটি বড় কারণ হল খরচ। এখন আবার শুধু রং নয় ভাবতে হয় পুট্টির খরচের কথাও। দেখে নিন কেমন খরচ হতে পারে বাড়ি রং করাতে।
- ট্যাগ:
- লাইফ
- বাড়ি নির্মাণ
- নান্দনিক বাড়ি
- নতুন বাড়ি