কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘গ্যাসের বৈধ সংযোগের চেয়ে অবৈধ সংযোগের সংখ্যা কম হবে না’

ডেইলি স্টার প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৫:১৪

তিতাস গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাবের বিপরীতে আয়োজিত এক গণশুনানিতে গতকাল বুধবার গ্রাহকরা এই সরকারি গ্যাস বিতরণকারী সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন। তাদের অভিযোগের মধ্যে আছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যর্থতা, গ্যাস চুরি ঠেকাতে না পারা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারা।


গৃহস্থালি, শিল্প ও জ্বালানি উৎপাদন খাতের গ্রাহকরা আরও জানান, উপযুক্ত সেবা দিতে না পারা সত্ত্বেও তিতাসের দাম বাড়ানোর এ প্রস্তাব 'অযৌক্তিক'।


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করে। গতকাল ছিল শুনানির তৃতীয় দিন।


তিতাস ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে গ্যাস বিতরণ করে। সংস্থাটির ২৯ লাখ বৈধ সংযোগ আছে, যার মধ্যে ২৮ লাখই বাসা-বাড়িতে।


সম্প্রতি সংস্থাটি গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। শুনানিতে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি) গড়ে ২০ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও