মাকারিভে রুশ সেনাদের হটিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
ইউক্রেনের মাকারিভ শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে জিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে দেশটির সেনারা। রাজধানী কিয়েভ থেকে পশ্চিমের এই শহরে কয়েক দিন দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছিল।
রুশ সেনারা গতকাল মঙ্গলবার ২৬তম দিনের মতো ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান অব্যাহত রাখে। গতকাল কিয়েভে পর পর কয়েকটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। পূর্বাঞ্চলীয় শহর আভদিভকায় রুশ বাহিনীর হামলায় পাঁচজন নিহত হয়েছে।
এই পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে প্রথমবারের মতো যুদ্ধবন্দি বিনিময় করার কথা স্বীকার করেছে রাশিয়া। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। গতকাল ইতালির পার্লামেন্টেও ভাষণ দিয়েছেন তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছে। মস্কো এই কাজ করলে কঠোর জবাব দেওয়া হবে।