কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘কে বলেছে বাংলাদেশ পেসারদের দেশ নয়!’

প্রথম আলো প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ০৯:০৩

শন পোলকের মতো একজনকে এই মুহূর্তে সামনে পেয়ে গেলে প্রথম প্রশ্নটা কী হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই অ্যালান ডোনাল্ডকে নিয়েই হবে সেটি। মাত্রই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড। তাঁর সম্পর্কে কিছু বলার জন্য পোলকের চেয়ে ভালো আর কে আছেন!


দক্ষিণ আফ্রিকার হয়ে একসঙ্গে ৪৭টি টেস্ট খেলেছেন ডোনাল্ড-পোলক, ওয়ানডেতে তাঁরা জুটি হয়েছেন ঠিক ১০০ ম্যাচে। দক্ষিণ আফ্রিকার সাফল্যের হারটাই বেশি ছিল সে সময়ে। ডোনাল্ড-পোলকের একসঙ্গে খেলা ৪৭ টেস্টের মধ্যে ২৩টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা, হার ৯টিতে। আর ১০০ ওয়ানডের মধ্যে জয় ৭৩টিতেই।


সেই ডোনাল্ড-পোলক এবারও আছেন এক সিরিজে। ডোনাল্ড বাংলাদেশ দলের ড্রেসিংরুমে আর পোলক সুপার স্পোর্টসের ধারাভাষ্যকক্ষে। সেঞ্চুরিয়নের পর কাল জোহানেসবার্গের ইম্পেরিয়াল ওয়ান্ডারার্স স্টেডিয়ামেও দেখা হয়ে গেল পোলকের সঙ্গে। বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ সম্পর্কে তাঁর সাবেক সতীর্থের কাছ থেকে কিছু জানার সুযোগটা চলে এল সেখানেই। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে চলুন জেনে নিই পোলক সম্পর্কে ডোনাল্ড কী বলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও