You have reached your daily news limit

Please log in to continue


‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে অস্বস্তিতে অক্ষয়

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে গোটা ভারতে তুমুল বিতর্ক। কাশ্মীর থেকে হিন্দু পন্ডিতদের উৎখাতের ঘটনাকে সামনে এনে নির্মিত এই সিনেমা প্রথম সপ্তাহে ৬৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ব্যবসা ভালো দেখে দ্বিতীয় সপ্তাহে বাড়ছে সিনেমা হলের সংখ্যা।

এই ব্যাপারটিই অস্বস্তিতে ফেলে দিয়েছে বলিউডের বক্স অফিস কিং অক্ষয় কুমারকে। শুক্রবার দোলের দিনে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বচ্চন পান্ডে’। অ্যাকশনে ভরপুর এই ছবি এ সপ্তাহের একমাত্র রিলিজ। কিন্তু বক্স অফিসে এই ছবিকে জোর টক্কর দিতে প্রস্তুত ‘দ্য কাশ্মীর ফাইলস’।

ধারণা করা হচ্ছে, ৩৫০ কোটি টাকা ব্যবসা করতে পারে ছবিটি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সাফল্য দেখে অক্ষয়ের ছবিকে স্ক্রিন দিতে রাজি হচ্ছেন না হল মালিকরা। তাই বক্স অফিসে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সঙ্গে মুখোমুখি সংঘাতে অক্ষয় কুমার। ৪০০ থেকে ৫০০ স্ক্রিন হারিয়েছে তার অভিনীত বচ্চন পান্ডে। এক সপ্তাহে ১০০ কোটির ক্লাবে ঢুকে অক্ষয় কুমারকে টাফ কম্পিটিশনের মুখে ফেলেছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন